জয়পুরহাটে পুড়ে মরল এক পরিবারের ৮ জন

জয়পুরহাট শহরে বৈদ্যুতিক গোলযোগ থেকে এক বাড়িতে আগুন লেগে পরিবারের আট সদস্যের সবার মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2018, 03:17 AM
Updated : 8 Nov 2018, 06:22 AM

জয়পুরহাট ফায়ার স্টেশনের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের কাছে শহরের আরামনগর এলাকায় দুলাল হোসেনের আধা পাকা বাড়িতে এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুলালের স্ত্রী মোমেনা বেগম (৬৫) তাদের ছেলে আব্দুল মুমিন (৩৭) ও মুমিনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী বৃষ্টির (১৪) পোড়া লাশ উদ্ধার করে।

এছাড়া দুলাল হোসেন (৭১), মোমিনের স্ত্রী পরী বানু (৩০), তাদের অন্য দুই যমজ মেয়ে হাসি ও খুশি (১২) এবং ছেলে আব্দুর নূরকে (৬)আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে।

সেখান থেকে ওই পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পথে ভোরে ও সকালে সবার মৃত্যু হয় বলে জয়পুরহাট পুলিশ সুপার রশিদুল হাসান জানান।  

তিনি বলেন, রাতে মোমেনা বাসার রাইস কুকারে রান্না করার সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে তারা জানতে পেরেছেন।