নীলফামারীতে ১০ টাকার চাল কম দেওয়ার অভিযোগ

নীলফামারীর ডোমারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2018, 05:36 PM
Updated : 7 Nov 2018, 05:36 PM

বুধবার উপজেলার সোনারায় ইউনিয়নে চাল বিতরণকালে এসব অনিয়ম ধরা পড়ে বলে জানিয়েছেন এই কর্মসূচির আওতায় কার্ডপ্রাপ্ত কয়েকজন।

তাদের অভিযোগ, ইউনিয়নের ফার্মহাট এলাকার ডিলার মজিবুল হক প্রতি ৩০ কেজির বস্তায় দুই থেকে তিন কেজি করে চাল কম দিয়েছেন। এছাড়া প্রতিটি বস্তার মূল্য বাবদ ১০ টাকা করে আদায় করছেন কার্ডধারীদের কাছ থেকে।

ইউনিয়নের পূর্বখাটুরিয়া জাল্লির মোড় গ্রামের আনোয়ার হোসেন (৩৬) বলেন, “চাল নিতে গেলে ৩০ কেজি ওজনের কথা বলে আমাকে একটি বস্তা দেয়। পরে বস্তাটি ওজন করে দেখি দুই কেজি চাল কম।”

একই অভিযোগ করেন ওই গ্রামের আয়নাবি বেওয়াসহ (৫৫)।

তিনি বলেন, “প্রতিটি বস্তায় দুই থেকে তিন কেজি পরিমাণ চাল কম পাওয়া গেছে।”

বিষটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানানো হলে তিনি সরেজমিনে এসে পর্যবেক্ষণ করেছেন।

স্থানীয় খোরশেদ আলম (৩০) বলেন, বুধবার সকাল থেকে এলাকার কৃষি ফার্ম বাজারে ১০ টাকা কেজি দরের চাউল বিতরণ করছিল ডিলার।

“এ সময় চাল নিয়ে যাওয়ার সময় কয়েকজন কম পাওয়ার অভিযোগ করলে সেটি আমরা পরীক্ষা করে প্রতি বস্তায় দুই থেকে তিন কেজি করে কম পাই।”

ডিলার মজিবুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি খাদ্যগুদাম থেকে যেভাবে ৩০ কেজির বস্তা সরবরাহ পেয়েছি সেভাবে বিতরণ করেছি। বস্তার জন্য কোনো টাকা নেওয়ার প্রশ্নই আসে না।”

তার অধীনে ৫০০ কার্ড রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফ্ফাসেল হোসেন বলেন, “ওজনে কম দেওয়ার প্রমাণ পেয়েছি। ওই ডিলালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”