রাজশাহীর গণকপাড়ায় সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠের বদলে গণকপাড়া মোড়ে সমাবেশ করার অনুমতি পেয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2018, 02:32 PM
Updated : 7 Nov 2018, 02:35 PM

বুধবার তাদের এ অনুমতি দেওয়া হয় বলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপ) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান।

তাদেরকে আগামী শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহী নগরের গণকপাড়া মোড়ে সমাবেশের অনুমতি দেওয়া হয়।  

বিভাগীয় এ সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল মাদ্রাসা মাঠ। এখানে সমাবেশের অনুমতি মেলেনি।

এর আগে তারা সিলেট দিয়ে সমাবেশ শুরু করেছে। পরে চট্টগ্রাম ও ঢাকায় সমাবেশ করে।

ইফতেখায়ের আলম বলেন, সমাবেশ করতে পুলিশের অনুমতির জন্য গত ২২ অক্টোবর নগর বিএনপি সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ঐক্যফ্রন্টের পক্ষে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন।

“পরে এ নিয়ে বিএনপি নেতারা একাধিকবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন।”

বুধবার দুপুরেও মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন আরএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকালে তারা অনুমতি পান।

ইফতেখায়ের আলম বলেন, সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল মাদ্রাসা ময়দান। বিকল্প হিসেবে তারা সাহেববাজার, গণকপাড়া ও মনিচত্বর এলাকার নাম লিখেছিল।

“কিছু শর্তে গণকপাড়া মোড়ে তাদের সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে।”

নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, বিকাল পর্যন্ত লিখিত কোনো কাগজ পাননি, তবে অনুমতি পাওয়া গেছে বলে তারা শুনেছেন।

তারা সমাবেশের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শুরু হয়েছে পোস্টার ছাপানোর কাজ। নগরজুড়ে মাইকিং চলছে বলে তিনি জানান।