জেলার সোহেল রানা ফের রিমান্ডে

মাদক মামলার পর এবার মানি লন্ডারিং আইনের একটি মামলায় চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 12:37 PM
Updated : 6 Nov 2018, 12:37 PM

মঙ্গলবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইকবাল মাহমুদ এ আদেশ দেন।

এর আগে গত ২৯ অক্টোবর মাদক মামলায় দুই দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক ময়মনসিংহ অঞ্চলের সহকারী উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, মানি লন্ডারিং আইনের মামলায় সোহেল রানা বিশ্বাসকে দুপুরে আদালতে হাজির করে তিনি (জাহাঙ্গীর আলম) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

“শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

মামলার নথি থেকে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকালে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রী সোহেল রানা বিশ্বাসের কাছ থেকে থেকে নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক এবং ১২ বোতল ফেনসিডিল উদ্ধারের পর তাকে আটক করা হয়।

এ ঘটনায় ভৈরব জিআরপি থানার এসআই আশরাফ উদ্দিন ভূইয়া বাদী হয়ে ২৭ অক্টোবর মাদক ও মানি লন্ডারিং আইনে সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন।

সোহেল রানা বিশ্বাসের বাসা ময়মনসিংহ শহরে। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পেড়াগন্ধালিয়া গ্রামের জিন্নত আলী বিশ্বাসের ছেলে।