কুষ্টিয়ায় হত্যা প্ররোচনা মামলার আসামি খালাস, বাদীর বিরুদ্ধে ব্যবস্থা

কুষ্টিয়ায় একটি মিথ্যা হত্যা প্ররোচনা মামলার দুই আসামিকে খালাস দিয়ে বাদীসহ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 10:28 AM
Updated : 6 Nov 2018, 12:06 PM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপকুমার গোস্বামী মঙ্গলবার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে বলেন, গত বছর দৌলতপুর উপজেলার চরসালিমপুর গ্রামের পঞ্চানন কর্মকারের স্ত্রী সুচিত্রা কর্মকার মারা যান।

এ ঘটনায় সুচিত্রার ভাতিজা চিত্তরঞ্জন কর্মকার থানায় মামলা করেন। আসামি করা হয় নিহত সুচিত্রার ছেলে সুশান্ত ও সুশান্তর স্ত্রী সুবর্ণাকে।

অভিযোগ করা হয়, আসামিরা সুচিত্রাকে ঠিকমত খাবার না দিয়ে গালমন্দ করতেন এবং বিষ খেয়ে কিংবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিতেন।

পুলিশও এই দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী অনুপ কুমার বলেন, “আদালতে শুনানি শেষে প্রতীয়মান হয়েছে, মামলাটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

“আদালত আসামিদের বেকসুর খালাস দিয়েছে। এছাড়া মিথ্যা মামলায় আসামিদের যে ভোগান্তি হয়েছে তার জন্য দায়ী পুলিশসহ সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে আদালত।”