নাটোরে ডিলারের বাড়ির খাটের নিচে ১৬ বস্তা চাল

নাটোরে এক ডিলারের বাড়ির খাটের নিচে থেকে ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2018, 01:22 PM
Updated : 5 Nov 2018, 01:22 PM

গুরুদাসপুর থানার এসআই নূরে-আলম জানান, সোমবার সকালে গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের জালাল শাহর বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়।

জালাল নাজিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১০ টাকার চালের ডিলার।

জালালের স্ত্রী জাহানারা জানান, শুক্রবার রাতে নাজিরপুরের দোকান থেকে জালাল ওই চাউলগুলো ট্রলিতে করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার পর থেকে জালাল পলাতক রয়েছেন।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোখলেছ আল আমিন বলেন, “ডিলার জালাল ১৬ বস্তায় ৮০০ কেজি চাল আত্মসাতের জন্য তার বাড়ির খাটের নিচে রাখেন। সরকারি চাল আত্মসাতের অপরাধে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।”

এদিকে চাল নিতে এসে না পেয়ে শতাধিক দুস্থ লোক নাজিরপুর বাজারে বিক্ষোভ দেখিয়েছেন। এ সময় নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাওকত রানা লাবু তাদের দ্রুত চাউল দেবেন বলে আশ্বস্ত করেন।