কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ১০ জলদস্যু আটক

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2018, 09:12 AM
Updated : 5 Nov 2018, 09:12 AM

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সোনাদিয়া চ্যানেলে এ অভিযান চালানো হয়।

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে সোমবার অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র্যা ব।

আটককৃতরা হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মো. ইউনুছের ছেলে আাব্দুল গফুর (২২), নূরুল আলমের ছেলে মো. জুয়েল (২৬), ছব্বির আহমদের ছেলে নুরুল হক (৩২), আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৮), জাফর আহমদের ছেলে মোহাম্মদ তারেক (৩০), জালাল আহমদের ছেলে আবুল হোসেন (২৫), গোলাম হোসেনের ছেলে ছৈয়দুল ইসলাম (৩৫), কুতুবদিয়া উপজেলার কবির আহমদের ছেলে মো. করিম (২৫), ফজল করিমের ছেলে তাহের মিয়া (২৫) ও বান্দরবান জেলার মোহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।

র‌্যাব কর্মকর্তা মেহেদী বলেন, জলদস্যুরা মাছ ধরার ট্রলার থেকে লুট করছে বলে খবর পেয়ে র‌্যাব স্পিডবোটে বরে অভিযান চালায়।

“এ সময় ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি দেশি বন্দুক ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।