ময়মনসিংহে জুয়ার আসর থেকে আটক ৩৮

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জুয়ার আসর থেকে ৩৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 05:32 PM
Updated : 4 Nov 2018, 05:32 PM

রোববার পলাশকান্দার ‘নতুন ধারা কালচারাল ইনডোর অডিটরিয়াম লিমিটেড’ থেকে তাদের আটক করা হয় বলে জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, নতুন ধারা কালচারাল ইনডোর অডিটরিয়াম লিমিটেডের জুয়ার আসর থেকে জুয়া খেলার আলামতসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

জুয়া খেলার আয়োজক সংগঠন নতুন ধারা কালচারাল ইনডোর অডিটরিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম নজরুল ইসলাম অভিযোগ করেন, “সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমতিক্রমে আমরা আজ রোববার বিকাল খেলাধুলা শুরু করেছি মাত্র। কিন্তু পুলিশ কোর্টের নির্দেশ অমান্য করে নতুন ধারা কালচারাল ইনডোর অডিটরিয়াম লিমিটেডের কয়েকজন পরিচালকসহ ৩৮ জনকে আটক করেছে।”

পুলিশ তাদের কোনো কাগজপত্র না দেখে এবং কোনো কথা না শুনেই তাদের আটক করে নিয়ে যায়। তারা আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।