জাফরুল্লাহর বিরুদ্ধে আরও চাঁদাবাজির মামলা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2018, 05:02 PM
Updated : 2 Nov 2018, 05:03 PM
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, শুক্রবার রাজধানীর জিগাতলা এলাকার তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি মামলাটি করেন।

এ নিয়ে তার বিরুদ্ধে মাছ চুরি, জমিদখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানায় ছয়টি মামলা হল।

ওসি রিজাউল বলেন, শুক্রবারের মামলায় জাফরুল্লাহ ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশির, জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, জমি বেচাকেনায় মধ্যস্থ্যতাকারী আওলাদ হোসেনসহ আরও অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাতে তিনি বলেন, “পাথালিয়া মৌজায় বাদীর জমিজমা আছে। গত ১৬ অক্টোবর তিনি সেখানে গেলে জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে শিশির, সালাম, আওলাদসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সীমানা প্রাচীর ভাংচুর করে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন।”