নওগাঁয় পুরনো প্রশ্নপত্রে জেএসসি পরীক্ষা

নওগাঁর আবাদপুকুর উচ্চবিদ্যালয় কেন্দ্র কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ৬৪ শিক্ষার্থীকে ’২০ মিনিট’ ধরে পুরনো প্রশ্নপত্রে জেএসসি পরীক্ষা দিতে হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2018, 04:28 PM
Updated : 1 Nov 2018, 04:55 PM

কেন্দ্রসচিব আব্দুস সোবহান ঘটনা সত্য জানিয়ে বলেন, “দুই কক্ষের ৬৪ পরীক্ষার্থীকে ভুলবশত ২০১৭ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।”

কেন্দ্রের ১৪ ও ১৫ নম্বর কক্ষে পরীক্ষা দেয় করচগ্রাম উচ্চবিদ্যালয় ও শফিকপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ওই কক্ষের পরীক্ষার্থী আকাশ, মকসেতুল, সাব্বিরসহ কয়েকজন অভিযোগ করেছে, তারা ২০১৭ সালের প্রশ্নপত্র পাল্টে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও দায়িত্বরত শিক্ষকরা প্রথমে গুরুত্ব দেননি। তারা হৈচৈ করলে ২০-২৫ মিনিট পরে প্রশ্নপত্র পাল্টে দেওয়া হয়।

এ ঘটনায় অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

অভিভাবক সিরাজুল ইসলাম, এমদাদুল হক, জাহাঙ্গীর আলমসহ কয়েকজন ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, তাকে মোখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল একাডেমি কেন্দ্রে থেকেও একই অভিযোগ এসেছে।

কেন্দ্র সচিব মেজবাহ উদ্দিন বলেন, একটি কক্ষে ১০০ জনের মত শিক্ষার্থীকে ভুল করে ২০১৭ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। মিনিট পাঁচেক পরে প্রশ্নপত্র পাল্টে দেওয়া হয়।

উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভ্রারপ্রাপ্ত) জাহিদুর রহমান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।