চামেলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় অসুস্থ চামেলি খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2018, 04:14 PM
Updated : 1 Nov 2018, 09:42 AM

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী বলেন, বুধবার সন্ধ্যার পর রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা চামেলির বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ডের ডিস্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চামেলির শরীরের ডান পাশ অবশ হয়ে যাচ্ছে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডে হাড়ের ব্যথাও রয়েছে তার। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মেরুদণ্ডে শিগগির অস্ত্রোপচার জরুরি। প্রায় এক মাস আগে তাকে ভারতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু অর্থসঙ্কটে তিনি যেতে পারেননি।

রফিউস সামস প্যাডী বলেন, জেলা প্রশাসক ঢাকায় অবস্থান করার কারণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের নেতৃত্বে প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ক্রিকেটার চামেলির সঙ্গে দেখা করেন।

“এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়।”

চামেলির প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেতে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সহযোগিতা দেবে বলেও তারা চামেলিকে আশ্বাস দেন বলে রফিউস সামস জানান।

তিনি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চামেলির জন্য ৫০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে প্রধানমন্ত্রীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন বলেন, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি আসে। ওই চিঠিতে প্রধানমন্ত্রী চামেলির চিকিৎসার দায়িত্ব নেওয়ার বিষয়টি জানানো হয় এবং চামেলির বিষয়ে প্রতিবেদন পাঠানো নির্দেশনা দেওয়া হয়।

“এরপর চামেলির বাড়ি গিয়ে বিষয়টি তাকে জানানো হয় এবং রাত ৯টার দিকে চামেলির বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠনো হয়েছে।”

এর আগে বুধবার দুপুরে চামেলিকে দেখতে গিয়ে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা করেন রাজশাহী সিটি কর্পোরেশরেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন।

চামেলির বোড় বোন চাম্পা খাতুন বলেন, ইতিমধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান মোবাইল ফোনে চামেলি ও তাদের সঙ্গে কথা বলেছেন।

“তারা সহযোগিতার আশ্বাস দিয়ে হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন।”

রাজশাহী নগরের দরগাপাড়ায় পরিবারের সঙ্গে থাকেন চামেলি। জরাজীর্ণ ছোট্ট দুটি ঘরে চামেলি, তার বাবা রোস্তম আলী, মা মনোয়ারা বেগম ও অবিবাহিত বড় বোন চম্পা খাতুনের সংসার।

রাজশাহীর হেতেমখা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করা চামেলি একজন আনসার সদস্য। তার আয়েই চারজনের সংসারটি চলে।

১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত জাতীয় নারী ক্রিকেট দলে ছিলেন চামেলি। ২০১০ সালে এশিয়া কাপে রানার আপ বাংলাদেশ দলেও তিনি খেলেছেন।

প্রায় আট বছর আগে জিম করার সময় তিনি কোমরে ব্যথা পান। এরপর থেকে মাঝেমধ্যেই ব্যথা অনুভব হত। ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে আনসারের চাকরি চালিয়ে যাচ্ছিলেন। দেড় বছর আগে ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন।

গত ২৫ সেপ্টেম্বর অফিসে কাজ করার সময় ডান হাত আর পায়ে কাঁপুনি উঠে পড়ে যান তিনি। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এখন বাইরে গিয়ে সার্জারির জন্য দরকার কমপক্ষে ১০ লাখ টাকা।