দেড়শ কোটি টাকার সার আত্মসাৎ, আসামি শ্রমিক লীগ নেতা

বগুড়ায় দেড়শ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে শ্রমিক লীগ নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2018, 08:08 AM
Updated : 31 Oct 2018, 01:09 PM

জেলার আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার সকালে জেলা দুদকের সহকারী উপ-পরিচালক আমিনুল ইসলাম মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও সার বিক্রেতা রাশেদুল ইসলাম রাজা এবং সান্তাহার বাফার গোডাউনের সাবেক ইনচার্জ নবির উদ্দিনকে।

বাদী আমিনুল ইসলাম বলেন, “সাবেক গুদাম ইনচার্জ ও শ্রমিক লীগ নেতা যোগসাজশে ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ২৪ জুন পর্যন্ত সান্তাহার বাফার গোডাউন থেকে ৫২ হাজার ৩৪২ মেট্রিক টনের বেশি সার জমা না দেখিয়ে বিক্রি করে দেন। এর দাম ১৫৩ কোটি টাকার বেশি।”

তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান।