
গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2018 05:47 PM BdST Updated: 29 Oct 2018 05:47 PM BdST
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।
তবে ‘অপহরণকারীর’ বাবা তাকে অবিলম্বে ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন।
কাশিয়ানী থানার এএসআই এম এ খায়ের বলেন, তারা অভিযোগ পেয়েছেন। তবে সম্ভাব্য অপহরণকারীর পরিবারের সঙ্গে আপসের আভাস পাওয়া গেছে।
ওই ছাত্রীর বাড়ি উপজেলার মাহমুদপুর গ্রামে। স্থানীয় সাতাশিয়া শরিফুল-মরিয়ম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে।
ছাত্রীর বাবার অভিযোগ, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের বরুণ বিশ্বাসের ছেলে গোপাল (২০) তাকে অপহরণ করেন।
গোপাল ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন বলেও তার অভিযোগ।
এ বিষয়ে গোপালের বাবা বরুণ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে গোপাল ওই ছাত্রীকে নিয়ে চলে গেছে। সোমবার সন্ধ্যার মধ্যে তাদের আমি যেভাবেই হোক হাজির করব।”
এ বিষয়ে এএসআই খায়ের বলেন, “বিষয়টি নিয়ে দুই পক্ষে সমঝোতা হবে বলে স্থানীয়রা জানিয়েছে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- প্রস্তুতি ম্যাচে রান পেলেন বাংলাদেশের সবাই
- এসএসসি পরীক্ষা দিচ্ছেন ডিমলা থানার ওসি
- জাজাই ঝড়ে রেকর্ড বইয়ে উলট-পালট
- তবুও কেমিকেলের গুদাম সরাতে নারাজ তারা
- চুড়িহাট্টা ট্র্যাজেডি: দিলীপ দুষলেন আমুকে
- হেটমায়ারের সেঞ্চুরির পর কটরেলের ৫ উইকেট
- মেসির জাদুকরী হ্যাটট্রিকে বার্সার অসাধারণ জয়
- ‘মাশরাফিই এখন প্রাসঙ্গিক’
- প্রস্তুতির পারফরম্যান্স টেস্টেও দেখানোর আশায় সাদমান
- ভোট নিয়ে ‘গণশুনানিতে’ দলের ভুলের শুনানি চাইলেন বিএনপি নেতা