সুনামগঞ্জে ‘ধর্মঘটের নামে নৈরাজ্যের’ প্রতিবাদ

দেশব্যাপী পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টিসহ হয়রানি করার অভিযোগ তুলে এর প্রতিবাদ করেছে সুনামগঞ্জের ‘যাত্রী সংহতি’ নামে একটি সংগঠন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2018, 09:30 AM
Updated : 29 Oct 2018, 09:30 AM

সোমবার জেলা শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে এই প্রতিবাদ জানান তারা।

জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ইশতিয়াক আহমেদ শামীম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার কর্মসূচিতে অংশ নেন।

ইশতিয়াক আহমেদ বলেন, “দেশব্যাপী পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমার রাজু, সাবেক ভারপ্রাপ্ত পৌরমেয়র নূরুল ইসলাম বজলু, সাংবাদিক মাহবুবুল হাসান শামীন, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, লেখক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজীসহ আরও অনেকে এ কর্মসূচিতে অংশ নিয়ে ‘দেশব্যাপী পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদ জানান।

তারা ‘নৈরাজ্য সৃষ্টিকারীদের’ আইনের আওতায় আনার দাবি জানান।