কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক পাচারকারী’ নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক পাচারকারী’ নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2018, 07:44 AM
Updated : 29 Oct 2018, 07:44 AM

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ খান জানান, সোমবার ভোর ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত হায়দুল ফরাজী (২৪) জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে।

বিজিবি কর্মকর্তা রাশেদ বলেন, “১০-১৫ জনের একটা দল ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। জয়পুর বিজিবি ক্যাম্পের টহলদল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবিকে লক্ষ করে মাদক পাচারকারীরা গুলি ছোড়ে।

“প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলি চলার একপর্যায়ে মাদক পাচারকারী হায়দুল নিহত হন। এলাকাবাসী লাশ শনাক্ত করে তাকে মাদক পাচারকারী হায়দুল ফরাজী বলে নিশ্চিত করে।”

ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড বন্দুকের গুলি, আট প্যাকেট গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।