সিরাজগঞ্জে ২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান

সিরাজগঞ্জে প্রায় একশ শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মননা দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 04:52 PM
Updated : 28 Oct 2018, 04:52 PM

রোববার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এ পুরস্কার দেওয়া হয়।

খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন এ বৃত্তি ও সম্মননা দিয়েছে।

উৎসবমুখর পরিবেশে জেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৬২৭ ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণির ৩৫১ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, জেলা শিক্ষা অফিসার শফী উল্লাহ, ফাউন্ডেশনের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী খুরশীদ আহম্মদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রায়হান গফুর, সলঙ্গা থানার ওসি জেড এম তাজুল হুদা, সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

টিপু সুলতান বলেন, ২০০১ সালে বিশেষ উদ্দেশ্যে ২টি স্কুল নিয়ে এই কার্যক্রম শুরু হয়, যা আজ ৯৭টি স্কুলে উন্নীত হয়েছে। সেই বিশেষ উদ্দেশ্যে হলো ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটনো।