পাশে থাকবে ভারত: শ্রিংলা

ভারত সুসময়ে ও দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 11:49 AM
Updated : 28 Oct 2018, 11:49 AM

রোববার কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সেনারা একসাথে যুদ্ধ করেছিলেন, রক্ত দিয়েছিলেন।

“বাংলাদেশের সু-সময়ে-দুঃসময়ে পাশে থাকবে ভারত।”

ভারতের অর্থায়নে কুমিল্লা চৌদ্দগ্রাম কাশীনগর ডিগ্রি কলেজের চারতলা অনার্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন শ্রিংলা। ভারত সরকারের অর্থায়নে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে।

চৌদ্দগ্রাম কাশীনগর কলেজ মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেল মন্ত্রী মুজিবুল হক।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা, লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ একেএম আবুল কাশেম প্রমুখ।