পঞ্চগড়ের দুর্ঘটনা আরও একজনের মৃত্যু

পঞ্চগড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 09:06 AM
Updated : 28 Oct 2018, 09:06 AM

জেলার তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন জানান, শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মজিবর রহমান ছিলেন বাংলাবান্ধার পাগলীডাঙ্গী মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দশমাইল এলাকার এ দুর্ঘটনায় এর আগে আরও ১০ জনের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় মামলা করেছে পুলিশ।

সদর থানার ওসি আবু আক্কাস আহম্মদ বলেন, “দ্রুতগতিতে, বেপরোয়া ও খামখেয়ালিভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো এবং গুরুতর আঘাত ও ক্ষতিসাধনের অভিযোগে মামলা হয়েছে।

“দুর্ঘটনায় পড়া বাস-ট্রাকের দুই চালক ও সহকারীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে তেঁতুলিয়া হাইওয়ে থানার এএসআই ফজলুল করিম মামলাটি করেছেন।”

তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

চেয়ারম্যান রেজাউল বলেন, “এ এলাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা এর আগে কখনও ঘটেনি। নিকটজনদের হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছে। কেউ কেউ সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে।”

এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা খোঁজখবর রাখছেন বলে তিনি জানান।

এছাড়া দুর্ঘটনার কারণ ও দোষীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি কাজ করছে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহতেশাম রেজা জানান, কমিটি নির্ধারিত সময় সোমবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছে।