ফরিদপুরে ২ ‘ডাকাত’ গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ ফরিদপুর থেকে ‘ডাকাত দলের দুই সদস্যকে’ গ্রেপ্তার করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2018, 09:55 AM
Updated : 27 Oct 2018, 10:08 AM

কাশিয়ানী থানার ওসি মো. আজিুজুর রহমান জানান, ফরিদপুর জেলার সালথা থানার ফুলবাড়িয়া ও বোয়ালমারী উপজেলার পরমের্শদী এলাকা থেকে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে মো. মান্দার শেখ (৩০) ওরফে মান্দার ডাকাত এবং বোয়ালমারী উপজেলার পরমের্শদী গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে মো. নাজমুল ফকির (২০) ওরফে নাজমুল ।

পুলিশ বলছে, তারা গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন থানার তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে গোপালগঞ্জর কাশিয়ানী , মুকসুদপুর এবং ফরিদপুর জেলার সালথা থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

ওসি আজিুজুর বলেন, সম্প্রতি ডাকাত দলের সদস্য সুমনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে ফরিদপুরে অভিযান চালিয়ে মান্দার ও নাজমুলকে গ্রেপ্তার করে।

বিভিন্ন সড়কে গাছ ফেলে এবং গ্রামের বিভিন্ন বাড়িতে ডাকাতি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।