মানিকগঞ্জে জমির বিরোধে কৃষক খুন

জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2018, 08:52 AM
Updated : 24 Oct 2018, 08:53 AM

বুধবার সকালে উপজেলার পয়লা ইউনিয়নের ভাতরণ্ড গ্রামে এ ঘটনা ঘটে বলে ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান। 

নিহত হালিম মিয়া (৪২) ওই গ্রামের আনছার আলীর ছেলে।

এ ঘটনায় স্থানীয় রশিদ, জয়নাল ও হাসনাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

ওসি রবিউল বলেন, গ্রামের একখন্ড জমি নিয়ে হালিমের সঙ্গে প্রতিবেশি আবদুর রশিদের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক বসোনো হলেও কোনো সুরাহা হয়নি।

“সকালে ওই জমিতে হালিম বোরো ফসলের সেচের জন্য নালা কাটতে গেলে রশিদ এবং তার সহযোগীরা সেখানে লাঠিসোটা নিয়ে সেখানে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে রশিদ ও তার লোকজন হালিমকে পিটিয়ে আহত করেন।”

পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

হালিমের স্ত্রী শাহানাজ বেগমের অভিযোগ, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে রশিদ, তার স্ত্রী হাসনা বেগম, চাচাত ভাই জয়নাল মিয়া ও ভাতিজা হাবিবুর রহমান স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।