দায়িত্ব নিলেন বরিশালের মেয়র সাদিক

মেয়র হিসেবে শপথ নেওয়ার একদিন পর বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 04:48 PM
Updated : 23 Oct 2018, 04:48 PM

মঙ্গলবার বিকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন।

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত চতুর্থ মেয়র।

দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন মেয়র বলেন, “সিটি কর্পোরেশন আর্থিকভাবে বর্তমানে কী অবস্থায় আছে তা প্রথম দিনেই বলতে পারছি না। তবে বিভিন্ন মাধ্যমে শুনেছি কর্পোরেশনের দেনা ৩শ’ কোটি টাকা।”

যতদিন পর্যন্ত এই দেনা পরিশোধ না হবে ততদিন তিনি মেয়রের সম্মানী ভাতা নেবেন না বলে জানান মেয়র সাদিক।

তিনি বলেন, রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। কলোনি আর বর্ধিত এলাকায়ও তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই অগ্রাধিকার ভিত্তিতে এসব এলাকার উন্নয়ন করা হবে।

সাদিক আরও বলেন, সিটি কর্পোরেশনের জন্য আলাদা আইন রয়েছে; সেই আইন মেনেই সবাইকে চলতে হবে। কোনো কাউন্সিলর ঠিকাদারি কাজের সাথে জড়িত হতে পারবে না। নগর ভবনকে দুর্নীতিমুক্ত করা হবে।

দায়িত্ব গ্রহণ শেষে সিটি কর্পোরেশন সামনের সড়কে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে যোগ দেন মেয়র।

এ সময় মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক অজিয়র রহমান প্রমুখ।