সিরাজগঞ্জে দুর্ঘটনায় মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাস দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার ছেলে ও মেয়ে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 01:11 PM
Updated : 23 Oct 2018, 01:11 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মফিজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান।

নিহত শেলী খাতুন ঢাকার দক্ষিণ বনশ্রীর আব্দুল মান্নান চৌধুরীর স্ত্রী।

আহতরা হলেন শেলীর ছেলে সেতু এবং মেয়ে এলি খাতুন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেলীর ভর্তি পরীক্ষা উপলক্ষে তারা রাজশাহী গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।  

ওসি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি বেলা ১১টার দিকে মফিজ মোড়ে পৌঁছলে পিছনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

সদর থানার এসআই শামীম হোসেন জানান, নিহত নারীর মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

“আহতদের মধ্যে মেয়ে এলির অবস্থা আশংকাজনক। বিকালে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সেতুও তার সাথে রয়েছেন।”

আহত সেতু জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলির ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ঢাকা ফেরার পথে মাইক্রোবাস চালাচ্ছিলেন সেতু।

সেতু এলির বড়ভাই।