বাসে তল্লাশির সময় পুলিশকে গুলি, কনস্টেবল আহত

নারায়ণগঞ্জে বাসে তল্লাশির সময় ‘সন্ত্রাসীর’ অস্ত্রের গুলিতে এক কনস্টেবল আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 10:55 AM
Updated : 23 Oct 2018, 11:12 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে সদর উপজেলার পাগলা মুন্সীখোলা এলাকায় চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আহত সোহেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় চিকিৎসক জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “সোহেল ঢাকা থেকে আসা বোরাক পরিবহনের একটি বাসে তল্লাশি করার সময় এক যাত্রীবেশী সন্ত্রাসী অস্ত্র বের করে।

“সোহেল অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই সন্ত্রাসী গুলি করে। গুলিটি সোহেলের বাঁ ঊরুতে বিদ্ধ হয়।”

তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “দুই সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে বাস থেকে নেমে দুটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। মোটরসাইকেল দুটি বাসের পেছন পেছন আসছিল।”

আহত সোহেলকে ঢাকায় পাঠানোর আগে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের চিকিৎসক সারোয়ার হোসেন খান বলেন, “তার বাঁ পায়ের ঊরুতে ক্ষতচিহ্ন রয়েছে। এটি দেখতে গুলির চিহ্নের মত। গুলিটি ভেতরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।