মেহেরপুরে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির রায়

মেহেরপুরে একজনকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 09:12 AM
Updated : 23 Oct 2018, 10:16 AM

মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম মঙ্গলবার দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত আরও দুইনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হলেন আলমগীর হোসেন, মামুন হোসেন ও ওয়াসিম আলী। কারাদণ্ড প্রাপ্তরা হলেন ফিরোজ হোসেন ও কাবলু ইসলাম।

রায় ঘোষণার সময় তারা সবাই আদালতে ছিলেন।

মেহেরপুর জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন এনায়েত হোসেন খোকন নামে এক অটোরিকশা চালক। পরদিন টেংরামারী মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

খোকন জেলা শহরের হোটেল বাজার পাড়ার জলিল খাঁর ছেলে। লাশ উদ্ধারের পর তার স্ত্রী রোকেয়া আক্তার রুমা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য-প্রমাণ শেষে পাঁচজনকে সাজা দিয়েছে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম। বাদীপক্ষে ছিলেন পিপি পল্লভ ভট্টাচার্য।