মেয়েকে ‘বিষ খাইয়ে’ মায়ের বিষপান, দুজনের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক গৃহবধূ প্রতিবন্ধী মেয়েকে ‘বিষপান করানোর পর নিজেও বিষপান’ করলে দুজনের মৃত্যু হয়েছে।  

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 02:10 PM
Updated : 22 Oct 2018, 02:10 PM

সোমবার বড়দল ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃতরা হলেন বড়দল গ্রামের দিনমুজুর উত্তম মণ্ডলের স্ত্রী শান্তি রানি মণ্ডল (৩৬) ও তাদের প্রতিবন্ধী মেয়ে তমালিকা মণ্ডল (৮)।

আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, দরিদ্র এ পরিবারটির স্বামী ও স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

উত্তম মন্ডলের বড় মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী তন্দ্রা মণ্ডল বলেন, তার বোন তমালিকা মণ্ডল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। বিভিন্ন সময়ে সে বাড়ির জিনিসপত্র ভাংচুর করত। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগে ছিল।  

তন্দ্রা বলেন, এর জেরে তার মা সোমবার সকালে খাবারের সঙ্গে তামলিকাকে বিষ খাওয়ান। তমালিকা বিষক্রিয়ায় যখন ছটফট করছিল তখন তার মা একই বিষ খেয়ে আত্মহত্যা করেন।

অল্প সময় পর মা-মেয়ের দেহ নিথর হয়ে পড়ে বলে জানান তন্দ্রা।

তিনি বলেন, খবর পেয়ে প্রতিবেশীরা স্থানীয় ডাক্তারকে ডেকে নিয়ে আসেন; কিন্তু ততক্ষণে দুইজনই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বড়দল ইউপি চেয়ারম্যন আব্দুল আলিম বলেন, “আমি ঘটনা শুনেছি। তবে প্রকৃত রহস্য কী এখনও জানা যায়নি।”