কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 11:51 AM
Updated : 22 Oct 2018, 11:52 AM

জেলা রেলওয়ে থানার ওসি রবিউল আজম জানান, “রোববার বিকালে ঝুঁকিপূর্ণভাবে ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।”

নিহত ফাহিম আরমান সাজ্জাদ (২২) জেলা শহরের হয়বতনগর এলাকার আমিনুল হক তপনের ছেলে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন তিনি।

এলাকাবাসী জানান, ফাহিম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সামনে থেকে আসা ট্রেনের ভিডিও করছিলেন। ট্রেনটি কাছাকাছি এসে পড়লে বন্ধুসহ অন্য লোকজন চিৎকার করে ডাকাডাকি করলেও সাজ্জাদ টের পান অনেক পরে। শেষ মুহূর্তে সরার চেষ্টা করে পড়ে যান। এতে তার দুই পা ট্রেনে কাটা পড়ে। এক পা হাঁটুর নিচ থেকে আর অন্য পা উরুর নিচ থেকে কাটা পড়ে।

বন্ধুরা তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় অর্থপেডিক হাসপাতালে পাঠান। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।