হবিগঞ্জে নারীকর্মীকে ‘মারধর,’ ডায়াগনস্টিক সেন্টার ঘেরাও

হবিগঞ্জ শহরে মদিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মুজিবুর রহমান পলাশ এক নারীকর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 01:49 PM
Updated : 20 Oct 2018, 01:49 PM

খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডায়াগনস্টিক সেন্টার ঘেরাও করে। এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মদিনার ব্যবস্থাপক হাফছা জান্নাত বলেন, শনিবার বিকেলে তাদের আল্ট্রাসনোগ্রামের প্রিন্টার নষ্ট হয়ে গেলে রোগীদের সেবা দিতে বিলম্ব হয়।

“খবর পেয়ে মালিক সৈয়দ মুজিবুর রহমান পলাশ এসে রোগীদের সামনেই সব কর্মীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে আমার গালে থাপ্পড় দেন। চুলে ধরে পিঠে কিলঘুষি মারতে থাকেন। পরে আশপাশের লোকজন এসে আমাকে রক্ষা করে।”

তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান। পলাশের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

এদিকে নারীকর্মীকে লাঞ্ছিত করার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। লোকজন গিয়ে হাসপাতাল ঘেরাও করে।

সদর থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে জানতে মুজিবুর রহমান পলাশের মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।