সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, ধর্মঘটের হুমকি

সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কার ও আটটি ধারা বাতিলের দাবিতে সিলেটে আট ঘণ্টা কর্মবিরতি শেষে সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 01:23 PM
Updated : 20 Oct 2018, 01:23 PM

সমাবেশে তারা দাবি না মানা হলে ধর্মঘটের হুমিক দেন।

শনিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ব্যানারে সিলেট বাস টার্মিনালে তারা এ সমাবেশ করেন।

ওই কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক সমাবেশে বলেন, “দাবি আদায় না হলে ২৮ ও ২৯ অক্টোবর দুই দিন সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট পালন করা হবে।”

দাবির বিষয়ে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার সব মামলার জামিন বিধান, পাঁচ লাখ টাকার পরিবর্তে আয় সামঞ্জস্য অর্থদণ্ড, মামলার তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির বদলে পঞ্চম শ্রেণি, জরিমানা কমাতে হবে, কারাদণ্ড বাতিল করতে হবে।

কর্মবিরতির সময় টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। তবে অটোরিকশা ও হালকা যান চলাচল করেছে।

সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু, সাধারণ সম্পাদক ওছমান আলী ছিলেন।