কক্সবাজারে ৪৩ জলদস্যুর আত্মসমর্পণ

সাগরে জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছয় বাহিনীর ৪৩ সদস্য কক্সবাজারে অস্ত্র-গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 09:59 AM
Updated : 20 Oct 2018, 09:59 AM

শনিবার বেলা ১২টার দিকে মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আনুষ্ঠানিকভাবে এসব অস্ত্র-গুলি জমা দেন তারা।

অনুষ্ঠানে র‍্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, জেলা প্রশাসক মো. কামাল হোসেন ছিলেন।

মিফতাহ উদ্দিন বলেন, “অনুষ্ঠানে ছয়টি বাহিনীর ৪৩ সদস্য আত্মসমর্পণ করেছেন। তারা দীর্ঘদিন ধরে সাগরে জলদস্যুতার সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে ১২ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অপরাধী।

“মহেশখালী ও কুতুবদিয়া এলাকার এই আত্মসমর্পণকারীরা দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ৯৪টি আগ্নেয়াস্ত্র ও ৭৬৩৭টি গুলি জমা দিয়েছেন।”