‘ছেলেকে মারধরের প্রতিবাদ করায়’ বাবাকে হত্যা

যশোরের শার্শায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 09:55 AM
Updated : 20 Oct 2018, 09:55 AM

শনিবার সকালে উপজেলার কেরালখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান।

নিহত হোসেন আলির (৫০) বাড়ি ওই এলাকায়।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান বলেন, শুক্রবার রাতে কেরালখালী বাজারে একটি কলমের দাম নিয়ে হোসেন আলির ছেলে শাকিলের সঙ্গে একই গ্রামের তরিকুল ও ফরিদুলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হলেও সকালে তরিকুল ও তার অনুসারীরা শাকিলকে আবারও মারধর করে।

“পরে শাকিলকে সঙ্গে নিয়ে হোসেন এর প্রতিবাদ জানাতে গেলে তরিকুল ও ফরিদুল একটি লোহার পাইপ দিয়ে হোসেনের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।তাকে উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

ওসি মশিউর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরিকুল ও ফরিদুলকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।