সিলেটে দেখানো হল ক্রিকেট বিশ্বকাপ ট্রফি

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরুর আগে ঢাকার পর এবার সিলেটে দেখানো হল বিশ্বকাপ ট্রফি।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2018, 03:38 PM
Updated : 19 Oct 2018, 03:38 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এটি দেখানো হয়। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্টেডিয়ামে ভিড় করেন।

বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, গত ২৭ অগাস্ট ওমানের রাজধানী মাসকটে শুরু হয় বিশ্বকাপ ট্রফির ভ্রমণ। আগামী নয় মাস দেশের বেশ কয়েকটি শহর ঘুরবে ট্রফিটি।

“পাঁচ উপমহাদেশের ২১ দেশের ৬০টি শহরে ঘুরবে এটি। এর মধ্যে রয়েছে ফুটবলের জনপ্রিয় দেশ জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্স। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, জ্যামাইকা ও বারবাডোজ রয়েছে।”

বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক কাজী এমদাদুল হক, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম সিলেটে প্রদর্শনীর সময় ছিলেন।

এর আগে বুধবার ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে ট্রফিটি দেখানো হয়। বৃহস্পতিবার ঢাকায় যমুনা ফিউচার পার্কেও সবার জন্য উন্মুক্ত রাখা হয়।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি দেখানো হবে বলে জানান শফিউল আলম চৌধুরী নাদেল।