রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় ৩ নসিমন যাত্রী নিহত

রাজবাড়ীর জামালপুর রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তিন নসিমন যাত্রী নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2018, 09:13 AM
Updated : 19 Oct 2018, 09:14 AM

বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার জামালপুর রেলস্টেশনের কাছে সোনাপুর রেলক্রসিংয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার বাগুটিয়া গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২০), শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২) ও তুলসিবরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২২)।

তারা সবাই বালিয়াকান্দি উপটজেলার মধুখালির রাজ্জাক জুট মিলের শ্রমিক। তারা কারখানায় কাজ করে বালিয়াকান্দির বাড়ি ফিরছিলেন।

ওসি আজমল বলেন, নসিমনটি কমপক্ষে ১২ জন যাত্রী নিয়ে মধুখালি থেকে বালিয়াকান্দি যাচ্ছিল।

“জামালপুর রেলস্টেশনের কাছে সোনাপুর রেলক্রসিং অতিক্রম করার সময় রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।”

এছাড়া এ দুর্ঘটনায় আরও অন্তত নয়জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।