জঙ্গিরাই সংখ্যালঘু: জিএমপি কমিশনার

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে উৎসব উদযাপনের পরামর্শ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 05:39 PM
Updated : 17 Oct 2018, 05:39 PM

তিনি বলেছেন, “আমাদের দেশে কোনো সংখ্যালঘু নেই। যারা সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও জঙ্গি, তারাই হচ্ছে সংখ্যালঘু। আর বাকি সবাই হচ্ছে সম্মানিত নাগরিক।”

বুধবার রাতে গাজীপুর শহরের শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে একথা বলেন বেলাল।

তিনি বলেন, “আপনারা নির্ভয়ে কোনো হেজিটেশন ছাড়া প্রত্যেকে আনন্দ সহকারে পূজা উৎসব পালন করতে পারেন। এজন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কালীমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র দাস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, আওয়ামী লীগ নেতা রফিজ উদ্দিন, সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর উপস্থিত ছিলেন।