গাইবান্ধায় নর্দমার পানি কৃষিজমিতে ফেলার প্রতিবাদ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নর্দমার ময়লা পানি কৃষিজমিতে ফেলার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 01:28 PM
Updated : 17 Oct 2018, 01:28 PM

সাদুল্লাপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ায় সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কে বুধবার এ কর্মসূচি পালন করেন তারা।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামচ্ছুজোহা প্রামানিক রাঙ্গা, বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল কর্মসূচিতে অংশ নেন।

শামচ্ছুজোহা বলেন, হাট-বাজার ও বাসা-বাড়ির পায়খানা-প্রসাবখানার সংযোগ দেওয়া হয়েছে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের দক্ষিণ পাশের পানির নালায়। নালার এই ময়লা দুর্গন্ধযুক্ত পানি কৃষিজমিতে ছড়াচ্ছে।

“সাদুল্লাপুর সদর, তরফবাজিত, পাটানোছা ও খোর্দরুহিয়া মৌজার শত শত একর জমির ফসল ও মৎস্য প্রকল্প হুমকির মুখে পড়েছে। এসব এলাকায় নানাবিধ রোগের প্রভাব বিস্তারের আশঙ্কা করছে এলাকাবাসী।”

তারা এই নর্দমার পানি ফেলার বিকল্প ব্যবস্থার দাবি জানান। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তার দপ্তরে গিয়ে স্মারকলিপি দিয়েছেন।