সিরাজগঞ্জে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 09:30 AM
Updated : 16 Oct 2018, 09:30 AM

সিরাজগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার গত বছরের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন জেলা শহরের কোবদাসপাড়া মহল্লার আব্দুল মমিন (৪০) ও হাফিজুল ইসলাম ওরফে বাবু (৪২)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও তিন আসামিকে খালাস দিয়েছে আাদলত।

গত বছর ১১ অক্টোবর শহরের রানীগ্রাম মহল্লার এক গৃহবধূ বোনের বাড়ি যাওয়ার পথে ধর্ষণের ঘটনায় এ মামলা হয়।

আদালতের পিপি আব্দুল হামিদ লাভলু মামলার নথির বরাতে জানান, বোনের বাড়ি যাওয়ার জন্য ওই গৃহবধূ রানীগ্রাম ক্লোজার এলাকায় রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা তাকে একা পেয়ে মুখ চেপে ধরে নিয়ে যায়।

কোবদাসপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ডের ১ নম্বর গেটের পাশে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই গৃহবধূ। তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি হামিদ বলেন, সাক্ষ্য-প্রমাণে মমিন ও হাফিজুলকে দোষী সাব্যস্ত করে আদালত তাদের যাবজ্জীবন দিয়েছে। অন্য তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছে।