যশোরে যুবকের গুলিবিদ্ধ লাশ, ঘটনাস্থলে ইয়াবা

যশোর সদর উপজেলায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়ে পুলিশ বলেছে, তার মৃত্যু হয়েছে মাদক চোরাকারবারিদের গোলাগুলিতে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 03:46 AM
Updated : 16 Oct 2018, 03:46 AM

কোতয়ালী থানার এসআই মোকলেসউজ্জামান বলছেন, ঘটনাস্থল থেকে তারা উদ্ধার করেছেন দুই কেজি গাঁজা ও ২০০ ইয়াবা।

এই পুলিশ সদস্য বলেন, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মণ্ডলগাতি এলাকায় ‘মাদক ব্যবসায়ীদের মধ্যে’ গোলাগুলির খবর পান তারা।

“এরপর পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

এসআই মোকলেসউজ্জামান বলেন, সেখান থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার আগেই আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়েছিল।

পুলিশ বলছে, ঘটনাস্থলে মাদক পাওয়া যাওয়ায় তাদের ধারণা হয়েছে, নিহত ওই যুবকও চোরাকারবারে জড়িত ছিলেন। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।