বাগমারায় এক মাসে ৩ জনকে তুলে নেওয়ার অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলায় গত এক মাসে অন্তত তিনজনকে কালো মাইক্রোবাসে করে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 02:32 PM
Updated : 15 Oct 2018, 04:09 PM

সর্বশেষ রোববার উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালামকে (৪৮) তুলে নেওয়ার অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছে।

বাগমারা থানার ওসি নাছিম আহমেদ জানান, এ ঘটনায় সালামের স্ত্রী আফরোজা বেগম থানায় জিডি করেছেন।

তিনি জিডির বরাতে বলেন, “সালাম ভবানীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কাজ সেরে মোটরসাইকলে করে বাড়ি ফিরছিলেন। পলাশী গ্রামের মাঠের মধ্যে গতি রোধ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে জোর করে একটি কালো মাইক্রোবাসে তুলে নেয়।

“এরপর মাইক্রোবাসটি সেখান থেকে দ্রুত চলে যায়। ওই ব্যক্তিদের একজন সালামের মোটরসাইকেল চালিয়ে মাইক্রোবাসের পেছন পেছন যায়। স্থানীয়রা মাইক্রোবাসটি আত্রাই উপজেলার দিকে যেতে দেখেছে।”

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।

সালামের সন্ধান চেয়ে সোমবার চেউখালি বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

এর আগে গত ২১ সেপ্টেম্বর দুপুরে প্রায় একই সময় বাগমারার দুই জায়গা থেকে কালো মাইক্রোবাসে করে জাহাঙ্গীর আলম (৩২) ও সৈয়দ বাহারুল ইসলাম (৩৫) নামে দুই ইমামকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী খাদিজা বেগম ও বাহারুলের স্ত্রী ডলি আক্তার থানায় জিডি করেন। প্রায় এক মাস হয়ে গেলেও পুলিশ এখনও তাদের খোঁজ দিতে পারেনি।