মুন্সীগঞ্জে শুশুক হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি শুশুক পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 02:00 PM
Updated : 15 Oct 2018, 02:00 PM

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, সোমবার উপজেলার মশদগাঁও এলাকায় এই মৃত শুশুকটির খোঁজ মেলে।

তবে এটি কোথায়, কিভাবে ধরা পড়েছে বা মারা গেছে সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।

একই এলাকার কনকশার গ্রামের জাপান ফেরত মিজানুর রহমান (৪০) বলেন, “বেলা ১২টার দিকে মশদগাঁও গ্রামের লক্ষ্মীনারায়ণ (১৩) ও সীমান্ত (১৪) নামে দুই বালক পদ্মার শাখা বড় নওপাড়া নদীর পাড়ে একটি তাজা শুশুক দেখতে পায়।

“শুশুকটির মুখে কারেন্ট জালের ছেড়া অংশ জড়ানো রয়েছে। এ থেকে ধারণা করছি জেলেদের জালে আটকা পড়লে তারা একে নদীর কিনারে ফেলে যায়। স্থানীয় শিশুরা একে পিটিয়ে মেরেছে বলে শুনেছি।”

মৎস্য কর্মকর্তা ইদ্রিস বলেন, শুশুক গভীর পানির নিরীহ প্রাণী। সাধারণত স্রোতপ্রবণ এলাকায় চলাফেরা করে। মানুষের ক্ষতি করে না। এরা মাছ খেয়ে বেঁচে থাকে।

“মানুষ একে দেখলে আদরই করে। একসময় বর্ষাকালে খালেও দেখা যেত। এখন এরা বিলুপ্তির পথে। একে মেরে ফেলা ঠিক হয়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন বলেন, “সম্ভবত জেলেদের জালে এটি ধরা পড়লে তারা তাকে ফেলে যায়। কিন্তু কে বা কারা কেন মেরে ফেলল তা জানা যায়নি।”