শেরপুরে কর্মসংস্থানের দাবিতে হিজড়াদের মানববন্ধন

শেরপুরে বাসস্থান ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিজড়া সম্প্রদায়।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 12:57 PM
Updated : 15 Oct 2018, 12:57 PM

সোমবার জেলা কালেক্টরেট ভবনের মাঠে ‘হিজড়া বলে অবহেলা নয়, আমরাও মানুষ, আমাদেরও রয়েছে বেঁচে থাকার অধিকার’ এ শ্লোগান লেখা ব্যানার নিয়ে তারা এ কর্মসূচি পালন করে।

জেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি নিশি আক্তার, সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম, সর্দারনী রিতা আক্তারসহ কয়েকজন মানববন্ধনে বক্তব্য দেন।

সরকার তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিলেও আজও সামাজিক স্বীকৃতি মেলেনি বলে অভিযোগ করে মোর্শেদা বেগম বলেন, “আমরা সামাজিক মর্যাদার স্বীকৃতিসহ দ্রুত আবাসস্থল ও কর্মসংস্থানসহ সব মৌলিক অধিকার চাই।”

তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার।

পরে হিজড়া সম্প্রদায়ের নেতারা তাদের দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল স্মারকলিপি গ্রহণ করেন।

তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন মাধ্যমে সম্ভব সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।