কুমিল্লায় হত্যা মামলায় খালেদার জামিন শুনানি ১১ নভেম্বর

কুমিল্লায় পেট্রোল বোমায় আট বাসযাত্রী হত্যার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য ১১ নভেম্বর দিন ঠিক করেছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 11:57 AM
Updated : 15 Oct 2018, 11:57 AM

জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম সোমবার এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, এ মামলায় গত ৩ অক্টোবর বিচারিক হাকিম আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

“সোমবার জেলা ও দায়রা আদালতে জামিন আবেদন করলে বিচারক কে এম সামছুল আলম আবেদনটি গ্রহণ করে আগামী ১১ নভেম্বর শুনানির দিন ঠিক করে দেন।”

এ সময় রাষ্ট্রপক্ষে জেলার পিপি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মামলার এজহারে বলা হয়েছে, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ভোরে আইকন পরিবহনের একটি নৈশ কোচে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে আগুনে পুড়ে বাসের ঘুমন্ত আট যাত্রী মারা যান। আহত হন আরও ২৭ জন।

বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন এলাকায় পৌঁছালে এই হামলা হয়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায় দুই বছর এক মাস তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম।

মামলাটিতে খালেদা জিয়াকে হুকুমের আসমি করা হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী কাইয়ুমুল হক রিংকু দাবি করেন, “এ মামলাটির ঘটনার সঙ্গে খালেদা জিয়ার কোনো প্রকার সংম্পৃক্ততা নেই।”