চাঁপাইনবাবগঞ্জে ৪ ‘জেএমবি’ আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে চার ‘জেএমবি’ সদস্যকে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 08:37 AM
Updated : 15 Oct 2018, 08:38 AM

র‌্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, উপজেলার আমলাইন এলাকায় রোববার রাতে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক গ্রামের মুজিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৬), নন্দলালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মনিরুল ইসলাম ওরফে লাদেন (৩৬), শিবগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামের ফজর আলীর ছেলে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক (৪৫) ও কানসাট কাইঠ্যাপাড়ার রুহুল আমিনের ছেলে মো. সুলভ ওরফে সানাউল্লাহ (২২)।

র‌্যাব কর্মকর্তা মোস্তফা সাংবাদিকদের বলেন, “জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে অভিযান চালায় র‌্যাব।

“চারটি উগ্রবাদী বই, ২০টি উগ্রবাদী হ্যান্ডনোট ও লিফলেটসহ তিন জেএমবি সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে তথ্য নিয়ে আরও একজনকে আটক করা হয়। তারা জেএমবির সক্রিয় সদস্য।”