এক মণ্ডপে ৭০১ মূর্তি, বাগেরহাটে উৎসবমুখর দুর্গাপূজা

শারদীয় দুর্গোৎসবে বাগেরহাটের শিকদারবাড়ি মণ্ডপে এ বছর ৭০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। উৎসবমুখর হয়ে উঠেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান।

অলীপ ঘটক বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2018, 07:59 AM
Updated : 15 Oct 2018, 08:01 AM

সোমবার ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়। তবে এখনও সাজসজ্জার কাজ চলছে অনেক জায়গায়।

জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, এ জেলায় এ বছর ৬২২টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।

এর মধ্যে সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদারবাড়ি মণ্ডপ গত কয়েক বছরের মত এবারও সবচেয়ে বেশিসংখ্যক মূর্তি নিয়ে আলোচনায় রয়েছে।

শিকদারবাড়ি দুর্গোৎসবের আয়োজক ব্যবসায়ী লিটন শিকদার বলেন, “এ বছর এখানে ৭০১টি প্রতিমা তৈরি করা হয়েছে।”

আট বছর আগে এখানে ১৫১টি প্রতিমা তৈরি করে তিনি সাড়া ফেলেন। তারপর প্রতিবছরই এ মণ্ডপে প্রতিমার সংখ্যা বাড়ছে।

লিটন বলেন, “সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিকাল মিলিয়ে সনাতন ধর্মে কোটি কোটি দেবতা রয়েছেন। তাদের সম্পর্কে সবাই জানে না। এটা সবার কাছে তুলে ধরতে আমার এই আয়োজন।”

শিকদারবাড়ি মণ্ডপে আসা ভারতীয় নাগরিক পূর্ণচন্দ্র মাইতি ও উজ্জ্বল মণ্ডল বাংলাদেশের আয়োজন দেখে অভিভূত হয়েছেন বলে জানিয়েছেন।

উজ্জ্বল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে জানতাম কলকাতায় দুর্গাপূজার সবচেয়ে বড় আয়োজন হয়। কিন্তু বাংলাদেশের আয়োজন দেখে আমরা অভিভূত হয়েছি।

“আমাদের একটা ভুল ধারণা ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুরা দুর্গাপূজা সেভাবে করতে পারে না। কিন্তু আমাদের সেই ধারণা আজ পাল্টে গেল বাগেরহাট এসে। এখানে সংখ্যালঘু সম্প্রদায় যে এত বড় করে পূজার আয়োজন করে থাকে তা জানতাম না। সত্যিই আমরা মুগ্ধ হয়েছি।”

শিকদারবাড়ি মণ্ডপের নিরাপত্তার জন্য দেড় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।