ফরিদপুরে ৭০৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

ফরিদপুরে মাছের ট্রাক থেকে ৭০৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 06:26 PM
Updated : 14 Oct 2018, 06:26 PM

র‌্যাব ৮-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, রোববার সকালে উপজেলার কামারখালী সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মো. বিল্লাল হোসেন (৩৯) ও একই উপজেলার জলকারইতা গ্রামের মো. সোহরাব হোসেন (২১)।

র‌্যাব কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, “মাছের ট্রাকে করে ফেনসিডিল বহন করা হচ্ছে বলে গোপনে খবর পেয়ে অভিযান চালানো হয়।

“ট্রাক তল্লাশি করে ৭০৬ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। আটককৃতরনা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ফেনসিডিল সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।”

এ ঘটনায় মাছের ট্রাকটিও জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

মধুখালী থানার ওসি মিজানুর রহমান বলেন, র‌্যাব বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আসামিদের সোমবার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।