গাজীপুরে পাসপোর্ট দপ্তরে রোহিঙ্গা নারী আটক

গাজীপুরে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 02:27 PM
Updated : 14 Oct 2018, 06:02 PM

গাজীপুরের আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের সহকারী উপ-পরিচালক (ডিএডি) মো. কবির হোসেন জানান, রোববার দুপুরে পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

আটক ফারিয়া মীম (২০) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মঞ্জু শেখের মেয়ে।

পাসপোর্ট কর্মকর্তা কবির বলেন, মীম তার আবেদনে গাজীপুর জেলার শ্রীপুরের জয়নারায়ণপুরকে বর্তমান ও স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করেন।

“যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তার কথাবার্তা ও আচার-আচরণে আমাদের সন্দেহ হয়। পরে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। মীম কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। তাকে পুলিশে দেওয়া হয়েছে।”

রাতেই তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর।