কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার হত্যায় সহকর্মীরা: পুলিশ

কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে তার চার অফিস সহকারী মিলে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 11:34 AM
Updated : 14 Oct 2018, 01:20 PM

জেলার পুলিশ সুপার এসএস তানভির আরাফাত রোববার সাংবাদিকদে বলেন, “চার অফিস সহকারীকে আটক করার পর তারা হত্যার দায় স্বীকার করেছেন।”

আটককৃতরা হলেন জেলা রেজিস্ট্রি অফিসের পিয়ন ফারুক, মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল, নকল নবিশ সাইদুল ও বাবুল।

গত ৮ অক্টোবর রাতে জেলা শহরের বাবর আলী রোডের বাড়িতে নূর মোহাম্মদ খুন হন।

পরে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ওই চারজনকে শনাক্ত করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করে বলে জানান পুলিশ সুপার।

তিনি আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে বলেন, “তারা ১৫ দিন আগে পরিকল্পনা করে, নূর মোহাম্মদের কাছ থেকে টাকা লুট করার পর ভয়ভীতি দেখিয়ে তাকে কুষ্টিয়া থেকে তাড়িয়ে দেবে। কিন্তু পরে তারা তাকে ছুরিকাঘাত করে এবং দড়ি দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।”

এ বিষয়ে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।