গাইবান্ধায় মা ইলিশ ধরায় ৯ জেলের সাজা

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গাইবান্ধায় নয় জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 02:47 PM
Updated : 13 Oct 2018, 02:48 PM

শুক্র ও শনিবার সুন্দরগঞ্জের কাপাসিয়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে আটকের পর তাদের সাজা দেওয়া হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুস সোবহান জানান, শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। আর অভিযানে জব্দ দুই হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলে কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের মুকুল মিয়া, আনারুল ইসলাম, ভবদিশ চন্দ্র, চান্দ মিয়া, জাহেদুল ইসলাম, আনিছুর রহমান, আব্দুল মান্নান মিয়া, রুবেল মিয়া ও ভাটিয়া মিয়া।

প্রজনন মৌসুম হওয়ায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।