রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন, ট্রাক কেড়ে নিল প্রাণ

ঢাকার আশুলিয়ায় বাসস্ট্যান্ডে রিকশার জন্য দাঁড়িয়ে থাকার সময় ট্রাকচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 10:49 AM
Updated : 13 Oct 2018, 11:02 AM

আশুলিয়া থানার এসআই সহিদুল ইসলাম জানান, শনিবার সকালে জামগড়া বাসস্ট্যান্ডে ট্রাকটি তাকে চাপা দেয়।

নিহত তাজুল ইসলাম (২৮) নীলফামারীর জলডাঙ্গা থানার সোলবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে। আশুলিয়ার ডেবোনিয়া পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

এসআই সহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাজুল জামগড়া বাসস্ট্যান্ডে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে একটা দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।