পাওনা দাবিতে টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

বার্ষিক ছুটির টাকা পরিশোধের দাবিতে টঙ্গীর সাতাইশ এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 09:43 AM
Updated : 13 Oct 2018, 09:44 AM

টঙ্গী পশ্চিম থানার এসআই মো. বাহার আলম জানান, শনিবার বেলা ১১টা থেকে ‘ভিয়েলা টেক্স লিমিটেডের’ শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট শুরু করেন।

সকালে শ্রমিকেরা তাদের বার্ষিক ছুটির পুরো টাকা পরিশোধের দাবি করলে কারখানার এক কর্মকর্তা এক শ্রমিককে লাঞ্ছিত করেন বলে শ্রমিকেরা অভিযোগ করেন।

পরে খবর ছড়িয়ে পড়লে কারখানার অন্যান্য শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট শুরু করেন।  

এদিকে ভেতর থেকে কারখানা কর্তৃপক্ষ  প্রধান ফটক আটকে দেওয়ায় পুলিশও ভেতর ঢুকতে পারছেনা বলে এসআই মো. বাহার আলম জানান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, শনিবার শ্রমিকদের বার্ষিক ছুটির পাওনা টাকা দেওয়ার কথা ছিল।

“কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পুরো টাকা না দিয়ে অর্ধেক বা আরো কম টাকা দিতে চাইলে শ্রমিকরা তা প্রত্যাখান করে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে।”

তবে তারা কোন ভাংচুর করেনি। দুপুর পর্যন্ত শ্রমিকারা কারখানার ভেতরের খোলা স্থানে বিক্ষোভ করছে বলে জানান তিনি।