সোনা পাচারকারী সন্দেহে বেনাপোলে আটক ১

সোনা পাচারকারী সন্দেহে যশোরের বেনাপোল স্থল বন্দরে একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 07:49 AM
Updated : 12 Oct 2018, 08:47 AM

বেনাপোল শুল্ক ভবনের ডেপুটি কমিশনার জাকির হোসেন জানান, শুক্রবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল থেক তাকে আটক করা হয়।

আটক আলমগীর হোসেন (৪৫) নোয়াখালীর চাটখিল থানার মল্লিক দিঘিরপাড় এলাকার ইব্রাহিম খলিলের ছেলে ।

শুল্ক কর্মকর্তা জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার চালান নিয়ে এক ব্যক্তি চেকপোস্টে অবস্থান করছেন এমন খবর পেয়ে শুল্ক কর্মকর্তারা সেখানে অভিযান চালান ।

“আলমগীরের ব্যাগ তল্লাশি করে সোনালি রঙের এক কেজি ৭০০ গ্রাম গুঁড়ো ধাতু পাওয়া গেছে। আলমগীর দাবি করছেন এগুলো কী তা তিনি জানেন না। এগুলোর তিনি একজন দায়িত্বশীল বাহকমাত্র বলে তার দাবি।"

এগুলো সোনা কিনা তা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে বলে জানান শুল্ক কর্মকর্তা জাকির।

তবে আলমগীর এগুলো কার কাছ থেকে কার কাছে পৌঁছে দিচ্ছিলেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।