সাভারে শিশুর বস্তাবন্দি লাশ, গায়ে আঘাতের চিহ্ন

সাভারে নিখোঁজের পরদিন এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে; যার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2018, 05:51 PM
Updated : 11 Oct 2018, 05:51 PM

সাভার মডেল থানার এসআই দীপঙ্কর রায় বলেন, বৃহস্পতিবার সাভার পৌর এলাকার উলাইলের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইকরা মনি (৫) ওই এলাকার মাখলুক আহমেদের মেয়ে। মাখলুক পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থেকে ডনিয়েল টেক্স নামে একটি পোশাক কারখানায় কাজ করেন।

পরিবারের বরাতে এসআই দীপঙ্কর বলেন, বুধবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। বৃহস্পতিবার বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। জীবিত ভেবে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“শিশুটির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।